মাগুরায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন
মাগুরা প্রতিনিধি : রেড ক্রিসেন্ট ও রেড ক্রস আন্দোলনের প্রতিষ্ঠাতান জীন হেনরী ডুনান্ট এর ১৯১ তম জন্মবার্ষিকী ও রেড ক্রস দিবস উপলক্ষে বুধবার মাগুরায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ বছরের প্রতিপাদ্য ‘ভালবাসা’ শীরোনামে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট এর আয়োজনে সকালে জেলা প্রশাসককের কার্যালয় থেকে র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে আসাদুজ্জামান মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সভায় জেলা রেড ক্রিসেন্ট এর সভাপতি পংকজ কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক আলী আকবর।
জেলা রেড ক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক আলী আখতার এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, অধ্যক্ষ সূর্য কান্ত বিশ্বাসসহ অন্যরা। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন