মাগুরায় শিক্ষার্থীদের মধ্যে ব্র্যাকের টিফিন বক্স বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/01/3e.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি : মাগুরার ব্র্যাকের উদ্যোগে সোমবার ভায়না আছিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫১ শিক্ষার্থীর মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) খোন্দকার আজিম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টিফিন বক্স বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম নূরুল হুদা, ব্র্যাকের মাগুরা জেলা সমন্বয়কারি রোকেয়া বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী রানী বিশ্বাস প্রমুখ। তাছাড়া এ সময় বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক মন্ডলীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন