মাগুরায় শুরু হয়েছে তিন দিনের গার্ল গাইডস্ ক্যাম্প
মাগুরা প্রতিনিধি: ‘‘ গাইড নেতৃত্বেও অবদান বাল্য বিবাহের অবসান’’ র্শীষ স্লোগানকে সামনে নিয়ে মাগুরায় জেলার ৪৫ টি স্কুলে ২৭৬ জন ছাত্রী অংশ গ্রহণের মধ্যে দিয়ে তিন দিনের গালস্ গাইডস্ ক্যাম্প শেখ কামাল জিমনেসিয়ামে মাগুরা তৃতীয় জেলা গাইড ক্যাম্প এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে শেখ কামাল জিমনেসিয়ামে এ গার্ল গাইডস্ এসোসিয়েশন এ আয়োজন করেন।
অনুষ্ঠানে লিপিকা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আতিকুর রহমান , পুলিশ সুপার খান রেজওয়ান ,অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান রোস্তম আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সস্পাদক হাজী মকবুল হোসেন, জেলা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপিকা দত্ত প্রমুখ এসময় উপস্থিত থেকে তিন দিনের ৩য় জেলা গাইড ক্যাম্পের উদ্বোধন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন