মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ গরু ব্যবসায়ী নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/05/Accident.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি : মাগুরা-যশোর সড়কের জাগলা ছোট বটতলা এলাকায় শনিবার রাতে গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আমিনুল ইসলাম (৩০) ও আব্দুস সামাদ (৬০) নামে ২ গরু ব্যসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় লাভলু নামে অপর একজন আহত হয়েছেন। এসময় তাদের সাথে থাকা ২টি গরু ঘচনাস্থালেই মারা যায়। নিহত আমিনুল ইসলাম দৌলতপুরের আক্তার হোসেনের ছেলে এবং নিহত আব্দুস সামাদ একই এলাকার ফেলু খার ছেলে বলে প্রথামিক ভাবে জানা গেছে।
মাগুরা সদর থানার উপ পরিদর্শক (এসআই) ওলিয়ার রহমান জানান, গরুবাহি ট্রাকটি শনিবার রাতে যশোর থেকে ঢাকা যাচ্ছিল। শনিবার রাত ৯ টার দিকে ঘটনাস্থলে এসে ট্রাকটির সামনের বাম চাকা ফেটে গিয়ে এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে এতে ঘটনাস্থালে আব্দুস সামাদ মারা যায় ও মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আনার পর আমিনুল ইসলামের মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন