মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মটরসাইকেল আরোহী নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/08/road-acc-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি : মাগুরা পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকায় সোমবার সকাল ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতদের নাম মনিরুদ্দিন তালুকদার লাভলু (৩৮)ও তার শ্যালক নিয়ামুল (২৫)।
মাগুরা সদর থানা ফাঁড়ির এসআই আব্দুল মবিন জানান, আজ সকাল সাড়ে ৬ টার দিকে নিহত লাভলু ও তার শ্যালক নিয়ামুল একটি মটরসাইকেলে যাওয়ার সময় ঘটনাস্থলে নির্মাণাধিন ব্রীজ পার হবার সময় একটি ক্যাভার্ড ভ্যান পিছন থেকে তাদেরকে ধাক্কাদিলে ঘটনাস্থলেইতাদের মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্যে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়েছে। ক্যাভার্ড ভ্যানটিকে আটক করা সম্ভব নয়নি। নিহত লাভলু মাগুরা শহরের কাউন্সিল পাড়ার বাসিন্দা ও তার শ্যালক নিয়ামুলের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। সে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন