মাগুরায় সড়ক দূর্ঘটনায় অবসারপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি : মাগুরায় শনিবার রাতে সড়ক দূর্ঘটনায় নরেন্দ্রনাথ শিকদার (৬৫) নামে এক অবসারপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের আঙ্গারদাহ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নরেন্দ্রনাথ আঙ্গারদাহ গ্রামের মৃত সতিশ শিকদার এর ছেলে।
মাগুরা সদর থানার এস আই আনিচুর রহমান জানান, নিহত নরেন্দ্রনাথ সন্ধায় স্থানীয় জাগলা বাজার থেকে বাই সাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে আঙ্গারদাহ এলাকায় আসলে যশোর থেকে মাগুরা মুখি একটা পরিবহন তাকে ধাক্কা দেয়। এসময় স্থানীয়নারা তাকে আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিযে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন