মাগুরায় ১৭৫ পিচ ইয়াবাসহ ইউপি সদস্য আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/07/arrest820170708103946.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি : মাগুরায় আজ সোমবার ১৭৫ পিচ ইয়াবা ও বিভিন্ন সরকারি কর্মকর্তাদের নকল সীলসহ শ্যামলী মুরাদ (৩৬) নামে এক ইউপি সদস্য আটক হয়েছে। মাগুরার মহম্মদপুর উপজেলার চাপাতলা গ্রাম থেকে এ ইউপি সদস্যকে আটক করা হয়। সে ওই গ্রামের মুরাদ হোসেনের স্ত্রী ও স্থানীয় বালিদিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য।
মাগুরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার শ্যামলী মুরাদকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় সেখান থেকে ১৭৫ পিচ ইয়াবা ও বিভিন্ন সরকারি কর্মকর্তার নকল সীল উদ্ধার হয়। তার জিজ্ঞাসাবাদ চলছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন