মাগুরা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা রুবেল সভাপতি মুক্তা সাধারণ সম্পাদক
মাগুরা প্রতিনিধি : সাবেক সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেলকে সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক আলি হোসেন মুক্তাকে সাধারণ সম্পাদক করে মাগুরা জেলা ছাত্রলীগের আগামী ১ বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কমিটিতে সহ সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন সৈয়দ রাব্বি ইসলাম সাগর, মো. রিয়াদ মুন্না, ইনামুল কবির জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ নাহিদ খান, মোঃ হামিদুল ইসলাম, মোঃ আলিমুজ্জামান তারেক মনোনিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শামছুর রহমান ও ছাব্বির হোসেন নাজমুল মনোনিত হয়েছেন। এ ছাড়া মোঃ জাহেরুল ইসলাম কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনিত করা হয়েছেন।
সোমবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে আওয়ামীলীগের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপিকে প্রধান অতিথি করে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। এছাড়া আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন