মাঝপথ থেকে বাড়ি ফিরে ‘আপত্তিকর অবস্থায়’ পেলেন স্ত্রীকে
খুলনা সদর উপজেলায় এক সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই শিক্ষিকার স্বামী ঢাকা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা দেন। কিছু দূর গিয়ে রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে ফিরে আসেন তিনি। বাড়িতে ফিরে তিনি ওই শিক্ষা কর্মকর্তার সঙ্গে স্ত্রীকে ‘আপত্তিকর’ অবস্থায় দেখতে পান। পরে এলাকাবাসীর সহায়তায় তাঁদের আটক করেন তিনি। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া শিক্ষিকার স্বামী বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে দুজনকে আদালতে সোপর্দ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্রনাথ পোদ্দার বলেন, তিনি দুজনের গ্রেপ্তারের খবরটি আজ শুক্রবার সকালে শুনেছেন। কিন্তু অফিস ছুটি থাকায় তাঁদের বিরুদ্ধে আপাতত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অফিস খুললে রোববার তাঁদের সাময়িক বরখাস্ত করা হবে। এরপর বিধি অনুযায়ী অন্য পদক্ষেপ নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন