মাঝসমুদ্র থেকে এখনো ফেরেনি শতাধিক জেলে
বরগুনা : ঘূর্ণিঝড়ের রাখঢাকের আগেই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন বরগুনা পাথরঘাটার শতাধিক জেলে। তবে ঘূর্ণিঝড় মোরার কারণে হঠাৎ সতর্কতা সংকেত বাড়লেও তাদের সে খবর জানাতে পারেননি ট্রলার মালিকরা। এ কারণে ট্রলারে অবস্থানরত জেলেদের জীবন এখন হুমকির মুখে।
পাথরঘাটা উপজেলার পদ্মা, হরিনঘাটা, রুহিতা, বাদুরতলা, কালমেঘা ও কাকচিড়া এলাকার শতাধিক জেলেপরিবার রাত কাটিয়েছে উৎকণ্ঠার মধ্য দিয়ে। কারণ আজ মঙ্গলবার দুপুরেও ফিরে আসেননি অনেক জেলে। তবে মৎস্য সংশ্লিষ্টরা আশাবাদী বিপদের সম্মুখীন হতে হয়নি তাদের।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, উপকূলের কাছাকাছি থেকে যেসব জেলেরা মাছ ধরছিল তারা অনেকেই ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে পৌঁছেছেন। আবার বিশখালী ও বলেশ্বর নদীতে ঘূর্ণিঝড় মোরার তেমন প্রভাব পড়েনি। কোনো ট্রলারের ক্ষয়ক্ষতিও হয়নি।
পাথরঘাটার যেসব জেলে গভীর সমুদ্রে ছিল তারা সুন্দরবন, আলোর কোল, দুর্বলা, কচিখালী, কটকা এসব এলাকায় নিরাপদ আশ্রয়ে এসেছে। মোরার প্রভাবে সাগর উত্তাল থাকায় তারা বাড়িতে ফিরতে পারেনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন