মাঝ আকাশে কেক কাটলেন মমতা, কিন্তু কেন?

বিমান তখন ভূপৃষ্ঠ থেকে ৩৬,০০০ ফুট উপরে। হঠাৎ মাইকে ভেসে এলো ‘শুভ যাত্রা, দীর্ঘজীবী হউক মখ্যমন্ত্রী’। সঙ্গে সঙ্গেই কেকে। শুক্রবার রাতে এমনটাই ঘটে ভারতের পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে।
ওই দিন ৮টা ৫ মিনিটে দমদম বিমানবন্দর থেকে যাত্রা লন্ডনের উদ্দেশে যাত্রা করেন করেন তিনি। বিমানের ক্রুরা মুখ্যমন্ত্রীকে চককে অভিনন্দন জানায়। পরে বিমানের মধ্যেই সফরসঙ্গীদের সেই কেক কেটে খাওয়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভগ্নি নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রীকে। সেই অনুষ্ঠানে যোগ দিতেই মুখ্যমন্ত্রীর বিলেতযাত্রা। নিবেদিতার বাসস্থান সংস্কারের পর তা জনসাধারণের জন্য খুলে দিতে এক অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। সেই অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। পাশাপাশি সেখানকার শিল্পদ্যোগীদের সঙ্গে বৈঠক করারও পরিকল্পনা রয়েছে তার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















