মাঝ আকাশে হার্ট অ্যাটাক, প্রাণ বাঁচালেন বিমানবালা
মাঝ আকাশে হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এক যাত্রী। এরপর বিমানবালার তৎপরতায় প্রাণ ফিরে পান তিনি৷ গত ২২ মে মুম্বাই-কলকাতা জেট এয়ারওয়েজের বিমানে এ ঘটনা ঘটে৷ প্রাণ ফিরে পেয়ে সম্প্রতি ওই যাত্রী চিঠি লিখে জেট এয়ারওয়েজের চেয়ারম্যান নরেশ গোয়েলকে ধন্যবাদ জানান৷
জানা যায়, ২২ মে কলকাতায় আসবেন বলে মুম্বাই থেকে জেট এয়ারওয়েজের বিমানে ওঠেন রাম সারোগি৷ তিনি কেমকো গ্রুপের চেয়ারম্যান৷ বিমানটি ছাড়ার এক ঘণ্টা পর প্রবল বুকে ব্যথা অনুভব করেন এবং আসন থেকে নিচে পড়ে যান৷ সেই সময় কাছেই ছিলেন বিমানসেবিকা৷ সাহায্যের জন্য ছুটে আসেন এবং তাঁর শ্রুশ্রুষা করেন৷ ইতিমধ্যে বিমানটিকে আপদকালীন ভিত্তিতে ঘুরিয়ে ফের মুম্বই বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়৷
ততক্ষণে খবর পেয়ে অ্যাম্বুলেন্স ও মেডিক্যাল টিম পাঠায় জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ৷ বিমানেই অসুস্থ যাত্রীর চিকিৎসা শুরু হয়৷ পরে কলকাতার উদ্দেশে রওনা দেয় বিমানটি৷
চিঠিতে তিনি জেট এয়ারওয়েজকে ধন্যবাদ জানিয়ে লেখেন, উপস্থিত বুদ্ধি ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় বিমানসংস্থার পুরো টিমকে ধন্যবাদ৷ বিশেষ করে কেবিন অফিসার কে বারেত্তো এবং আকাঙ্খা ত্যাগীর নাম অবশ্যই উল্লেখ করতে হয়৷এই ঘটনা জেট এয়ারওয়েজের ভাবমূর্তি আরও উজ্জল করবে বলে মনে করেন কেমকো গ্রুপের চেয়ারম্যান৷
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন