মাটির তলায় বিলাসবহুল বাড়ি! রয়েছে চাঁদ-তারা সবই

লোকচক্ষুর অন্তরালে বিলাসবহুল বাড়ি ৷ কাছে হলে হয়তো জনসমক্ষে গড়ে উঠত বহুমূল্যের এই বিলাসবহুল বাড়িটি৷ স্থান আলাদা, তাই বিলাসবহুল বাড়ি প্রক্রিয়াও আলাদা৷

যুক্তরাষ্ট্রের লাস ভোগাসে ১৭ লক্ষ মার্কিন ডলারে নির্মাণ হয়েছে এই বিলাসবহুল বাড়িটি৷ ১৫ হাজার বর্গফুট জায়গা জুড়ে তৈরি হয়েছে এই আবাসন অভিনব এই বাড়িটির মধ্যে সম্পূর্ণ প্রকৃতিকে এনেছেন নির্মাতা জেরি হিন্ডারসন৷

১৯৭৮ সালে আমেরিকায় ঠাণ্ডাযুদ্ধের সময় এই বাড়ি বানানো হয়েছিল বলেই জানানো হয় সংবাদ সংস্থা সিএনএনের এক প্রতিবেদনে৷ মাটির ২৬ ফুট গভীরে নির্মিত এই বাড়ির ব্যাংকারটিতে প্রাকৃতিক অনুভূতির জন্য আছে কৃত্রিম আকাশ, তারা৷

এছাড়াও বাংকারটির সিলিংয়ে স্থাপিত লাইটগুলি দিনের আলো, সূর্যাস্ত, গোধূলি ও অন্ধকারের মতো পরিবেশ তৈরি করতে পারে৷ তবে শুধু চাঁদ-তারা-আকাশ নয়, দৈন্যন্দিন জীবনের প্রয়োজন মেটানোর জন্য আছে একটি সুইমিং পুল, দু’টি বাথটব ও একটি স্টিমবাথ৷ -কলকাতা২৪