মাঠের মধ্যেই হাতাহাতিতে জড়ালেন ২ ক্রিকেটার!
মাঠের মধ্যেই ধুন্ধুমার কাণ্ড। খেলা নিয়ে ঝামেলা শেষ পর্যন্ত গড়াল হাতাহাতিতে। ক্রিকেট মাঠে এমন ঘটনা বিরল। ইংল্যান্ডে নর্থ ওয়েলস ক্রিকেট লিগের একটি ম্যাচ চলাকালীন সময়ে সম্প্রতি এমন ঘটনা ঘটে। দু’দলের দুই ক্রিকেটার মারপিটে জড়িয়ে পড়ার জেরে বেশ কিছু সময় খেলাও বন্ধ রাখা হয় ৷
সেন্ট অ্যাসফ এবং নর্থপের ম্যাচে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত নিয়েই ঝামেলার সূত্রপাত। ৩৬ রানের মাথায় আউট হন ম্যাট রায়ান। তবে আম্পায়ার আউট দেওয়ার পরেও মাঠ ছাড়তে চাননি তিনি ৷ রায়ানের দাবি ছিল, বল তার ব্যাটে লাগেনি ৷ এই নিয়ে এক ফিল্ডারের সঙ্গে কথা কাটাকাটি হয় তার ৷ যা ক্রমেই হাতাহাতিতে গড়ায়।
ফিল্ডারকে ধরে মারতেই শুরু করেন রায়ান। সেই ক্রিকেটারও পাল্টা মারতে ছাড়েননি। এমন ঘটনা ক্রিকেট মাঠে খুবই আশ্চর্যজনক। মাঠে উপস্থিত দর্শকরাও এমন দৃশ্য দেখে হকচকিয়ে যান। শেষ পর্যন্ত রায়ানদের থামাতে এগিয়ে আসেন দলের বাকী ক্রিকেটাররাই ৷ ক্রিকেট মাঠে এমন ঘটনা যে অত্যন্ত বিরল। তা আর বলার অপেক্ষা রাখে না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন