মাথায় বলের আঘাত পেয়েছেন মিরাজ
সাউদাম্পটনে অনুশীলনের সময় মাথা বলের আঘাত পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।
খবরে বলা হয়, মিরাজের চোট অতটা গুরুত্বর নয়। মাথায় বল গেলে হালকা চোট পেয়েছেন জাতীয় দলের এ অলরাউন্ডার।
সোমবার বিশ্বকাপের ৩১তম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। স্পিন নির্ভর আফগানদের বিপক্ষে খেলতে নামার আগে জাতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের চোটে দুশ্চিন্তায় পড়েছে টাইগাররা।
সেমিফাইনালে যেতে হলে পরের তিন ম্যাচে আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগারদের।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন