মাদকবিরোধী অভিযান : ব্রাজিলে দুই সেনাসহ নিহত ১৩
ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর রিওডি জানিরোর বিভিন্ন বস্তি এলাকায় নিরাপত্তা বাহিনীর মাদকবিরোধী ব্যাপক অভিযান চলাকালে সন্দেহভাজন ১১ জন নিহত হয়েছেন। এসময় দুই সৈন্যও নিহত হয়।
সোমবারএ অভিযানে ম্যারি বস্তি এলাকা থেকে ৪৩০ কেজি মাদক উদ্ধার করা হয় বলে সামরিক কমান্ড জানায়। খবর এএফপির।
রিওডি জানিরো নগরীর নিরাপত্তার নেতৃত্ব দেয়া সামরিক কমান্ড জানায়, প্রেসিডেন্ট মিশেল তেমার রিওর নিরাপত্তা রক্ষায় তাদেরকে পাঠানোর পর এই প্রথম দুই সৈন্য নিহত হলো।
সামরিক কমান্ড জানায়, সামরিক গাড়ি বহর নিয়ে ৪ হাজার ২শ’ সৈন্য মাদক চোরাকারবারিদের পেনহা, আলেমাও ও ম্যারি বস্তিতে প্রবেশ করে অভিযান চালানোর সময় এসব হতাহতের ঘটনা ঘটে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন