মাদক ব্যবসায় আবারও সিলেটে এক পুলিশ গ্রেফতার
সিলেট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর বরখাস্তকৃত এস আই রোকন উদ্দিন (৪২) ও তার কথিত স্ত্রী রিমা বেগম (৪২) ইয়াবাসহ পুলিশের হাতে ফের গ্রেফতার হয়েছেন। তাদের সাথে জসিম উদ্দিন (২৪), ফাহিম শাহরিয়ার (৪১) ও ফরিদ আহমদ (৪৫) নামের আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা ও নগদ ৮২ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। ওই বাসা থেকেই তারা মাদক কেনা-বেচা করতো।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল সোয়া ৪টায় সিলেট নগরীর সুবিদবাজারের চন্দ্রিমা আবাসিক এলাকার বøক-এ’র ৩নং খাঁন মঞ্জিলে কোতোয়ালী থানার সহকারী কমিশনার মো. সামসুদ্দিন সালেহ আহমেদ ও ওসি এসএম আবু ফরহাদের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে ইয়াবা ও নগদ অর্থসহ তাদের আটক করা হয়।
কোতোয়ালী থানার ওসি এস এম আবু ফরহাদ অভিযান ও তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০১৯ সালের ২৬ জানুয়ারি শিশুদের আটকে রেখেজোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করা এবং ইয়াবা বিক্রির অভিযোগে সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকার একটি বাসা থেকে ভুয়া স্ত্রীসহ এস আই রোকন উদ্দিনকে আটক করে র্যাব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন