মাদারীপুরের রাজৈরে ডাকাতদের ছোড়া ককটেল বিস্ফোরণে আহত ১
মাদারীপুরের রাজৈরে ডাকাতদের ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু নামের এক যুবক মারাত্মক আহত হয়েছে।
সোমবার (২০ আগস্ট) মধ্যরাতে মাদারীপুর রাজৈর উপজেলার মধ্য বদরপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার (১৬ আগস্ট) রাতে রাজৈর উপজেলার মধ্য বদরপাশা গ্রামে মেজবাউল আকনের বাড়িতে ডাকাতি হয়। এরপর থেকে প্রতিরাতে এলাকায় পাহারার ব্যবস্থা করেন এলাকাবাসী। সোমবার রাতে ১২ জন ছাত্র পাহারায় নামে। রাত ১টার দিকে ধূমপানের গন্ধ পেয়ে ছাত্ররা এগিয়ে গেলে রাস্তার পাশে ঝোপের মধ্যে ৭-৮ জন ডাকাতকে দেখতে পেয়ে ধাওয়া দেয়।
এ সময় ডাকাতরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পাহারারত টিপু (২০) নামে একজন গুরুতর আহত হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ডাকাতদের ধাওয়া দেয় এলাকাবাসী। এ সময় পালিয়ে যাবার সময় ডাকাত সন্দেহে এক অজ্ঞাত (৩৫) যুবককে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে আহত ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এছাড়া আহত পাহারারত যুবক টিপুকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, গণপিটুনিতে আহত ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তার পূর্ণাঙ্গ নাম-ঠিকানা জানা যায়নি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন