মাদারীপুরের রাজৈরে ১৫ জুয়াড়ি আটক নগদ ৫১ হাজার টাকা উদ্ধার
            
                     
                        
       		মাদারীপুরের রাজৈরে থেকে জুয়া খেলার সময় হাতেনাতে ১৫ জুয়াড়ীকে আটক ও নগদ ৫১ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে রাজৈর উপজেলার হোসেনপুর গ্রামের কাদের শেখের বসত বাড়ী থেকে তাদের আটক করা হয়। আজ শনিবার (৩০ নভেম্বর) আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটকরা হলেন রাজৈর উপজেলার বাসুদেবপুর গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে আঃ রহিম(৩১) হোসেনপুর ইউনিয়নের মৃত নেছারউদ্দিন শেখের ছেলে স্বপন শেখ (৩০) আঃ গাফফারের ছেলে রাকিব খলিফা(৩২), মৃত সিদ্দিক হাওলাদারের ছেলে অতিয়ার হাওলাদার (৩২) মৃত তোজা কাজির ছেলে মিলন(৩০), মৃত হাসেম মাতুব্বরের ছেলে পলাশ মাতুব্বর (২৬), মৃত শামসুল হক লস্করের ছেলে ফারুক লস্কর(৪৮), মৃত মপেল শেখের ছেলে শহিদ শেখ (৫০), মৃত তোরাপ শেখের ছেলে সিরাজ শেখ(৫৪), মৃত খালেকের ছেলে শাহআলম শেখ(৩৮), মৃত গফুর শেখের ছেলে কাওছার শেখ,(৫৬), এরফান খালাশীর ছেলে বাদল খালাসি (৩৮) এবং পাশর্বতী গোপালগঞ্জ জেলার মোকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামের মৃত জয়নাল শেখের ছেলে শাহিন শেখ(৫৩), আলম শেখের ছেলে ওমর আলী শেখ (৪৫) ও মতি মোল্লার ছেলে সবুজ (৩৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাসুদ রানা বলেন, গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উপজেলার হোসেনপুর গ্রামের কাদের শেখের বসত বাড়ী থেকে ১৫ জুয়াড়ি ও নগদ ৫১ হাজার টাকাসহ হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে
 
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




