মাদারীপুরের শিবচরে ইউপি উপনির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৮
মাদারীপুরের শিবচরে ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত আটজন।
মাদারীপুরের শিবচরে ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আট জন আহত হয়েছে। এ সময় এক প্রার্থীর কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরের শিবচরের কাদিরপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার (৪ জুলাই) রাত ১০টার দিকে ৭ নং ওয়ার্ডে মো. শাহ আলম তালুকদার চানমিয়া তার সমর্থকদের নিয়ে মোটরসাইকেলযোগে প্রচারণায় যায়।
এ সময় মো. আজাদুল ইসলাম মাসুম বেপারির সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আট জন আহত হয়। খবর পেয়ে শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেনসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তিন জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন