মাদারীপুরে আটকে রেখে পুলিশের নির্যাতনের অভিযোগে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে আটকে রেখে পুলিশের নির্যাতনের অভিযোগে চার পুলিশ কর্মকর্তাসহ ইউপি চেয়ারম্যান ও তার ভাইরে বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার সূত্র থেকে জানা যায়, মাদারীপুরের কালকিনি উপজেলায় ৩ মার্চ রাতে খুনেরচর এলাকার বাঁশগাড়ি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খবির মৃধা ও তার স্বজন-সমর্থকদের পুলিশ কালকিনির খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে আটক রেখে নির্যাতনের অভিযোগে মাদারীপুরে চার পুলিশ কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন রোববার (১১ মার্চ) দুপুরে মাদারীপুর মখ্য বিচারিক হামিক মো: জাকির হোসেনের আদালতে, কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের নুরু মৃধা নামের এক ব্যক্তি বাদী হয়ে। মামলায় আসামিরা হলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা, তদন্ত কর্মকর্তা হারুন-অর-রশিদ, উপপরিদর্শক বিল্লাল শিকদার, খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মহিদুল ইসলাম, সহকারী উপপরিদর্শক রাজিবুলসহ নির্যাতনের সময়ে সহযোগীরা হলেন রশিদ মুন্সি, বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ওরফে সুমন বেপারি ও তার ভাই রাজন বেপারি।
আজ সোমবার মাদারীপুর মখ্য বিচারিক হামিক মো: জাকির হোসেন মামলাটি তদন্তদের জন্য মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেনকে একটি আদেশ দেওয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন