মাদারীপুরে উৎসব নিয়ে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন
মাদারীপুরে আগামী ২০ জানুয়ারী থেকে মাদারীপুর উৎসব অনুষ্ঠিত হচ্ছে। মাসব্যাপি মাদারীপুর উৎসবের উদ্বোধন করবেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
জেলা প্রশাসক সংবাদ সম্মেলনে জানান, মাদারীপুর জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে দেশব্যাপী পরিচিত করা, বিনিয়োগ বিকাশ, পর্যটনের দ্বার উন্মোচনসহ অন্যান্য উন্নয়ন সম্ভাবনার খাতসমূহের প্রতি জনগণের আগ্রহ, উৎসাহ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যে এই উৎসবের আয়োজন করা হয়েছে।
তিনি জানান, মাদারীপুর উৎসব উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। তিনি আরো বলেন, জাতির পিতার স্মতি বিজড়িত, হাজারো কৃতি বাঙালির জন্মস্থান, বাংলাদেশের রাজনৈতিক মক্তির অন্যতম সুতিকাগার মাদারীপুর জেলা। এই উৎসাবর মূল উদ্দেশ্য মাদারীপুর জেলার প্রসার ও দেশবাসীর কাছে পরিচিতি করে তোলা। উৎসবে থাকবে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বানিজ্য মেলা, উদ্যোক্তা সম্মেলন ও জব ফেয়ারসহ বিভিন্ন ধরনের খেলাধুলা।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চদ্র, সাইফুল ইসলাম, শামিয়া শারমিন প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন