মাদারীপুরে একটি হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় ডালিম বৈদ্য নামের এক ব্যাক্তির হত্যা মামলায় রায়ে আজ বুধবার তিন জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন মাদারীপুর বিজ্ঞ অতিরিক্তি জেলা ও দায়রা জজ বিচারক নাজমুল হক শ্যামল।
মামলার সূত্র থেকে জানযায়, চরমুগরিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় পুস্প বৈদ্যর ছেলে ডালিম বৈদ্যকে ২০০৩ সালের ২৯ মে তারিখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে, ঐ এলাকার কাসেম বৈদ্য (৫০), আলমগীর বৈদ্য (৩২) ও জাকির বৈদ্য (৩০)। পরে চিকিৎসাধীন অবস্থায় ডালিম বৈদ্য মৃত্য বরন করেন। এ হত্যা কান্ডের ঘটনায় পুস্প বৈদ্য বাদী হয়ে নয়জনকে আসামী করে একটি মামলা করে মাদারীপুর সদর থানায়।
রাস্ট্রপক্ষের আইনজীবী এমরান লতিফ জানান, ছয় জন আসামির অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে খালাস দেওয়া হয়।
যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী তিনজননেই বর্তমানে পালাতক রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন