মাদারীপুরে কলেজ ছাত্রীকে অপহরণে সাবেক ইউপি সদস্য গ্রেফতার, ছাত্রী উদ্ধার
মাদারীপুরে কলেজ ছাত্রী অপহরণ মামলায় সাবেক ইউপি সদস্য লিটন বাড়ৈকে গ্রেফতার করে ডাসার থানা পুলিশ।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত ছাত্রীকে উদ্ধার করেছে।
গ্রেফতাকৃত আসামি লিটন মেম্বার জেলার ডাসার উপজেলার নবগ্রামের যুবরাজ বাড়ৈ ছেলে।
ডাসার থানা সূত্রে জানা যায়, ডাসার থানার এসআই অখিল বাবুর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সাহায্যে পুলিশ শুক্রবার বিকেলে কালকিনি উপজেলার সূর্যমনি গ্রাম থেকে লিটনকে গ্রেফতার করে এবং ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
ডাসার থানার অফিসার ইনর্চাজ (ওসি) হাসানুজ্জামান জানান, গ্রেফতার লিটনকে শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট বিকেলে কলেজ ছাত্রী তার নিজ বাড়ি থেকে একই এলাকায় মামা বাড়ি যাওয়ার সময় নিখোঁজ হন। পরবর্তীতে ছাত্রীর মা বাদী হয়ে মাদারীপুর আদালতে দুইজনকে আসামী করে মামলা দায়ের করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন