মাদারীপুরে কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে শনিবার জেলা পুলিশের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় পুলিশ লাইন্সে আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতাটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কাবাডি প্রতিযোগিতায় ফাইনাল খেলায় রাজৈর থানা দল ও সদর থানা দল অংশগ্রহন করে। এর মধ্য রাজৈর থানা দল জয়লাভ করে। দুই দলেই জাতীয় দলের ও স্থানীয় বিখ্যাত কাবাডির খেলোয়ারগন এ ফাইনাল খেলায় খেলেছেন।
পরে বিজয়দের মাঝে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারন সম্পাদক হাবিবুর রহমান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম, মাদারীপুরের পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুরের সাবেক পৌরসভার মেয়র নূর এ আলম বাবু চৌধুরী প্রমখ। এ কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন