মাদারীপুরে গ্রেনেড বোমা উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/07/IMG_20230703_110740.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাদারীপুরে ঘরের আলমারি থেকে দুই ইঞ্চি লম্বা একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে জেলার শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর এলাকা থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তথ্য নিশ্চিত করে জানান, রাজারচর এলাকার জয়নাল আবেদিনের ঘরের আলমারিরর মধ্যে একটি গ্রেনেড রাখা আছে এমন খবরের ভিত্তিতে উপপুলিশ পরিদর্শক (এসআই) মিলন কুমার হালদার ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। পরে আলমারির ভেতর তল্লাসি চালিয়ে একটি পুরাতন গ্রেনেড উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসবাদে জয়নাল আবেদিন পুলিশকে জানিয়েছে, পুকুর খনন করতে গিয়ে গ্রেনেডটি পাওয়া গেলে ঘরের আলমারির ভেতর তিনি রেখে দেন। এটির সামনের অংশ ক্লিপ দিয়ে লাগানো ও মরিচা ধরেছে বলেও জানান ওসি আনোয়ার হোসেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন