মাদারীপুরে ছাদের রেলিং ভেঙে এক নির্মাণ শ্রমিক নিহত
মাদারীপুর প্রতিনিধি : সোমবার সকাল ১১টার সময়ে মাদারীপুরে শুকুনী লেকের পাশে নতুন ভবনের ছাদের রেলিং ভেঙে মো: সবুজ খান (২৬) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রাজবাড়ীর কালিচানপুর গ্রামের সরোয়ার হোসেন খানের ছেলে সবুজ।
সূত্র থেকে জান যায়, মাদারীপুরে শুকুনী লেকের পাশে সড়ক অধিদফতরের নির্বাহী প্রকৌশলীর বিল্ডিংয়ের কাজ করতে সকালে নির্মাণ শ্রমিক সবুজ নতুন ছাদের রেলিং পাশে যান এ সময়ে রেলিং ভেঙে নিচে পরে গেলে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে অন্যান্য শ্রমিকার উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরে সদর থানার পুলিশের কর্মকর্তা বলেন, সড়ক অধিদফতরের নির্বাহী প্রকৌশলীর বিল্ডিংয়ের কাজ করার সময়ে এক নির্মাণ শ্রমিক নতুন ছাদের রেলিং ভেঙে নিচে পড়ে গেলে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে সেখানের চিকিৎসক তাকে মৃত বলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন