মাদারীপুরে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের মিছিল-সমাবেশ
মাদারীপুর প্রতিনিধি॥ মাদারীপুরে আজ রবিবার সদর উপজেলার বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে বিভিন্ন দাবি আদায়ে লক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।
বেসরকারী শিক্ষক-কর্মচারীদের পদোন্নতি, টাইমস্কেল, ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পূর্নাঙ্গ পেনশন, পূর্ণ উৎসব ও বৈশাখী ভাতা, যোগ্যতার শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত শিক্ষকদের এমপিও প্রদান, সর্বপরি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে স্কুল-কলেজ শিক্ষা জাতীয় করণ এবং “অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের চাঁদা কর্তনের হার বৃদ্ধির সিদ্ধান্তে সৃস্ট জটিলতা নিরসনে সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন ও কর্মসূচির ঘোষণার এসব দাবিগুলি আদায়ের লক্ষ্যে” জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের এর অশংগ্রহনে একটি মিছিল শহরের প্রধানপ্রধান সড়ক প্রদক্ষিক করে।
পরে সদর উপজেলায় আয়োজিত জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের এক সমাবেশ অনুষ্টিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ। বক্তব্য উঠে আসে সরকারের কাজে তাদের দাবিগুলি দ্রুত বাস্তবায়ন হক। সমাবেশ শেষে শিক্ষকরা ইএনও বরাবর একটি স্মারকলীপি প্রদান করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন