মাদারীপুরে দুর্নীতিবিরোধী সাইকেল র্যালী
মাদারীপুর প্রতিনিধি : ‘জাগ্রত বিবেক, দুর্জয় তারণ্য-দুর্নীতি রুখবেই’ এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে আজ মঙ্গলবার (৩০ জানুয়ারী) বেলা ১১টা তিরিশ মিনিদের সময়ে ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ আয়োজনে দুর্নীতিবিরোধী সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতিবিরোধী সাইকেল র্যালীটিতে অংশগ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম, আলহাজ্ব আমিন উদ্দিন হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আকমল পিলু, সনাকের সদস্য শাহাদাৎ হোসেন লিটন, সুজনের সদস্য কুমার লাভলু, মাদারীপুর বই মেলা উদ্যাপন পরিষদের সাবেক আহবায়ক খান মো: শহীদ প্রমুখ।
এছাড়াও আলহাজ্ব আমিন উদ্দিন হাইস্কুলের ৪০ জন ছাত্রসহ ইয়েস গ্রুপের সদস্যরা দুর্নীতিবিরোধী সাইকেল র্যালীতে অংশগ্রহন করেন। র্যালীটি কেন্দ্রীয় ঈদ গাহের মাঠের পাশ থেকে শুরু হয়ে শহরের প্রধানপ্রধান সড়ক প্রদক্ষিন করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন