মাদারীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে আজ বুধবার দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় সদর উপজেলা পরিষদ নির্বাচনের পরবর্তী সহিংসতায় এরশাদ মুন্সী (২৫) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের উপরে।
ঘটনার সূত্র থেকে জানা যায়, দুপুর ১২টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় এরশাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার হলে সেখাকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের অভিযোগ স্বতন্ত্র প্রার্থী ওবায়দুল রহমান কালু খানের সমর্থকরা এ হত্যাকান্ড ঘটিয়েছে।
মাদারীপুর সদর থানার পুলিশের কর্মকর্তা জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ নির্বাচনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম সমর্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে চেয়ারম্যান পদে নির্বাচনে পরাজিত হন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের ছোট ভাই জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান তিনি নির্বাচনে জয়লাভ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন