মাদারীপুরে পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় আহত ১৫
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/02/Accident-2-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরে পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারী) দুপুরে গোপালপুরের কুন্ডুবাড়ীর সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৪ জনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্র জানায়, দুপুরে কালকিনি উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড থেকে ঢাকা- বরিশাল মহাসড়কে মায়ের দোয়া লোকাল পরিবহন ছেড়ে মাদারীপুরের উদ্দেশ্য রওনা দিলে পথিমধ্যে পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে কুন্ডুবাড়ী এলাকায় গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে পরিবহন চালকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়।
আহতের মধ্যে তৌহিদুল ইসলাম (৩৫) শুশান্ত, মনোয়ারা (৪০), একা (২৭), তৌহিদুর (৫), অন্তর (২৫), সফিক (২৬), সোবাহান (৫০), মন্নান বেপারী (৮০)। বাকীদের পরিচয় জানা যায়নি।
কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জম্মাদ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনার সংবাদ জেনে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করেছি। আমরা ঘটনাস্থলে পৌছানোর আগেই অনেকেই স্থানীয়দের মাধ্যমে উদ্বার করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন