মাদারীপুরে পুরান বাজারের যানজট, ভোগান্তিতে জনসাধারণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/08/New-Picture-4-826x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শহরের সব চেয়ে বড় মার্কেট পুরান বাজারের প্রায় যানজট লেগেই থাকে। পুরান বাজারে ঢুকতেই গেলেই এ যানজটের শিকার হন প্রায় জনসাধারন। এ যানজট যেন জনসাধারনের নিত্য দিনের সঙ্গী। দেখা যায় প্রচন্ড রোদের মধ্যে পড়ে যানজটের কারনে জনসাধারনেরা সাময়িক ভোগান্তিতে পরেছেন। যানজটটি অল্প সময়ের হলেও বেশ খানিকটা অস্বস্তিকর।
যানজটের মূল কারন হিসেবে অনেকে জনসাধারন দায়ী করেন শহরের তিন চাকার ইজিবাইক, অটোরিক্সা বেশী হওয়াটাকে। জনসাধারনেরা বলেন, এখন দেখা যায় বেশ সহজেই কিনতে পারছেন ক্রেতার তিন চাকার ইজিবাইক, অটোরিক্সা। এতে বেশ লাভবান হচ্ছেন তিন চাকার ইজিবাইক, অটোরিক্সার মালিকরা। প্রতিদিন ভাড়ায় একটি নতুন তিন চাকার ইজিবাইকের চালকের কাছ থেকে ছয়শত টাকা মালিক নিচ্ছে, এর মধ্যে ইজিবাইকের ব্যাটারির কারেন্ট চার্জ দুইশত টাকা। অন্যদিকে অটোরিক্সায় প্রতিদিন প্রায় দুইশত টাকা করে ভাড়া দিতে হচ্ছে মালিককে। তিন চাকার ইজিবাইক, অটোরিক্সার মালিকদের একরকমের লাভবান দেখে, অন্য একজন ক্রেতারা তিন চাকার ইজিবাইক, অটোরিক্সা কিনে মালিক হচ্ছেন। এভাবেই বেড়ে গেছে মাদারীপুর শহরের তিন চাকার ইজিবাইক, অটোরিক্সা।
একজন তিন চাকার ইজিবাইক চালক মুনিরুজ্জামান বলেন, শহরের তিন চাকার ইজিবাইক, অটোরিক্সা বেশী হওয়াতেই পুরান বাজারের প্রবেশ কারার পড়েই জনসাধারন সাময়িক এ যানজটের মধ্যে পড়েন।
এদিকে পুরান বাজারের কিছু দোকান নির্মান করার সামগ্রী রাস্তা পাশে রাখার কারনেও দেখা যায় এ যানজট। তাছারাও পুরান বাজারের রাস্তাটি অনেকটা প্রশস্ত না হওয়ার কারনেইও এ যানজট লেগে থাকে। দেখা যায় একটি ট্রাক পুরান বাজারে প্রবেশ করলেই বেশীর ভাগ সময়েই এ যানজটের মধ্যে পড়েন জনসাধারন। এদিকটা এখন কতৃপক্ষের দৃষ্টি পড়লেই এ যানজটের এর একটি সহজ সমাধান হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন