মাদারীপুরে প্রতিবন্ধীকে কুপিয়ে জখম

মাদারীপুরে এক বাকপ্রতিবন্ধীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। জালাল বেপারী (২০) নামের আহত বাকপ্রতিবন্ধী শহরের সবুজবাগ এলাকার নুরু বেপারীর ছেলে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের সবুজবাগ এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ, পারিবারিক সূত্রে জানা যায়, শহরের সবুজবাগ এলাকায় রাতে সেখানে সরস্বতী পূজা দেখতে ও ঘুরতে যায় জালাল। এসময়ে হঠাৎ পেছন থেকে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে তাকে আরো উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, প্রতিবন্ধীর উপর হামলার ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।