মাদারীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত নারী-পুরুষকে সনদপত্রসহ সেলাই মেশিন বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/10/IMG_20231014_134856.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাদারীপুরে দারিদ্র্য নিরসন ও নারী উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে সনদপত্র প্রদান এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩অক্টোবর) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে সেলাইমেশিন ও সনদ প্রদান করেন বাংলাদেশ আওয়ামি লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর ০২ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।
জেলার বিভিন্ন এলাকার কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ৫০ নারী-পুরুষকে সনদপত্র, সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ নারীকে সেলাইমেশিন এবং সনদপত্র দেওয়া হয়। এ সময় প্রশিক্ষণপ্রাপ্তদের এককালীন ভাতাও দেওয়া হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের সদস্য আয়শা সিদ্দিকা,স্থানীয় এমপির প্রতিনিধি আজিজুর রহমান শিবু খান জেলা পরিষদের সকল কর্মকতা-কর্মচারী ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীবৃন্দ সহ অনেকেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খান নাঈম।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন