মাদারীপুরে ফেনসিডিল পাচারকালে আটক ১
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে নারকেলের মধ্যে ফেনসিডিল পাচারের সময়ে হাবিবুর রহমান (৬১) নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার মারকা এলাকার তাছের আলী সরদারের ছেলে।
পুলিশের সংবাদ সম্মেলনের সূত্র হতে জানা যায়, এক ব্যক্তি মাদক পাচার ও বিক্রয় হচ্ছে এই খবরের উপর ভিত্তি করে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোবারেক হোসেন ও এএসআই আল-আমিন খন্দকার ফোর্স সহকারে মাদারীপুর সদর উপজেলার বাজিতপুরের কাঠেরপুল এলাকায় অভিযান পরিচালনা করা সময়ে হাতে থাকা একটি বাজারের ব্যাগে থেকে তিনটি নারকেল উদ্ধার করা হয়। পরে নারকেল ভেঙে খোসার ভিতরে মধ্যে ১২পিস ফেনসিডিল দেখা গেলে হাতেনাতে হাবিবুর রহমানকে আটক করা হয়।
মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার পুলিশের কর্মকর্তা বলেন, গোপন খবরের উপর ভিত্তি করে ডিবি পুলিশ মাদারীপুর সদর উপজেলার বাজিতপুরের কাঠেরপুল এলাকায় অভিযান পরিচালনা করার সময়ে ১২পিস ফেনসিডিল পাচারকালে হাতেনাতে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে একট মামলা দায়ের করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন