মাদারীপুরে ফ্ল্যাট থেকে গৃহপরিচারিকার লাশ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/11/মরদেহ-উদ্ধার-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে বুধবার দুপুরে শহরের উকিলপাড়ার শহীদ সূর্য সড়ক এলাকার বাসিন্দা কামাল সরদারের ফ্লাটে শান্তা আক্তার নামের এক কিশোরী গৃহপরিচারিকার লাশ পাওয়া যায়। লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মাদারীপুর সদর থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, শহরের উকিলপাড়ার শহীদ সূর্য সড়ক এলাকার বাসিন্দা কামাল সরদারের চতুর্থ তলার ফ্লাটের শয়ন কক্ষে দুপুরে শান্তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে শান্তার লাশটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। তবে স্থানীদের মনে এটি হত্যা না আত্মহত্যা এই নিয়ে দেখা দিয়েছে অনেক প্রশ্ন।
মাদারীপুরের পুলিশের কর্মকর্তা বলেন, লাশটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের শেষে জানা যাবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন