মাদারীপুরে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
মাদারীপুরে ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন। জেভি অব ডিক্রাউড আইটি লিমিটেড এর আয়োজনে অনুষ্ঠানে জুমের মাধ্যমে উপস্থিত ছিলেন হাই টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ এনডিসি।
শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প (৮ আইটি) এর আওতায় বাংলাদেশ হাই-টেক পার্ক পরিচালিত সম্পূর্ণ সরকারি খরচে ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কোর্স।
জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মার্জিয়া সুলতানা, সহকারী কমিশনার সালাহ উদ্দিন মাহমুদ, জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড. সেলিনা আখতার, প্রশিক্ষার্থীসহ অন্যরা।
জেভি অব ডিক্রাউড এর পরিচালক সেলিম আহমেদ জানান, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার মাদারীপুরে ৩টি উপজেলার শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ২৫০ জন প্রশিক্ষার্থীকে ফ্রিল্যান্সিং ও ইংরেজী বিষয়ে সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ প্রদান করা হবে। কোর্সগুলো- ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন ও ডাটা এন্ট্রি এন্ড ডাটা প্রসেসিং, ইংলিশ কমিউনিকেশন, একাউন্টিংম্যানেজমেন্ট সিস্টেম।
এই কোর্সের মেয়াদ হবে সপ্তাহে ৩দিন ৩ ঘন্টা করে ৬ মাস। সর্বনিম্ন এসএসসি পাশ এবং প্রত্যেক শিক্ষার্থীর ল্যাপটপ থাকতে হবে। কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের জবপ্লেজেন্টের ব্যবস্থা করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন