মাদারীপুরে বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন
মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে একাত্তরের ১৪ ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো মাদারীপুর জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসন চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এই মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের চক্রান্তে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে বৃহস্পতিবার সন্ধ্যার পরে মোমবাতি প্রজ্বলন শুরু হয়। এ সময় শহীদদের সম্মান জানাতে উপস্থিত হয়েছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উপ সচিব মো নজরুল ইসলাম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খান নাঈম, মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এ সময় বিদ্যুৎ-সংযোগ বন্ধ থাকায় এক অভূতপূর্ব দৃশ্যে সৃষ্টি হয়। অন্ধকারের মধ্যে প্রজ্বলিত মোমবাতিগুলো যেন শিখা হয়ে জ্বলছিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন