মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ রোমান বেপারীর নামে সড়কের নামকরণ
মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ রোমান বেপারীর নামে নতুন করে মস্তফাপুর টু মাদারীপুর ফোর লেন মহাসড়কের শাখা সড়ক খাগদি বাসস্ট্যান্ড থেকে রোমান বেপারী বাড়ী ভদ্রখোলা পর্যন্ত সড়কের নামকরণের উদ্বোধন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
শনিবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার খাগদী বাসস্টান্ডের পাশে শাখা সড়কের সামনে ব্যানার টানিয়ে এই নামকরণের উদ্বোধন করা হয়। এর পূর্বে সকালে শহীদ রোমানের বাড়িতে গিয়ে তার কবর জিয়রত করেন ছাত্র-জনতা।
এসময় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জাতীয় গণতান্ত্রিক পার্টি’র কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীয় সদস্য আসাদুর রহমান খান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের সাবেক নায়েবে আমীর কাজী আবুল বাশার, জেলা শাখার সেক্রেটারী জেনারেল মাওলানা মোখলেসুর রহমান, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা সমন্বয়ক আব্দুর রহমান ও সৈকত সাধারণ শিক্ষার্থী ও শহীদ রোমানের পিতা, একমাত্র কন্যা সন্তান, স্ত্রীসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন