মাদারীপুরে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাং-এর হামলার প্রতিবাদে মানববন্ধন
মাদারীপুরে কিশোর গ্যাং-এর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী ও এলাকাবাসীদের অংশগ্রহণে মানববন্ধন থেকে ব্যবসায়ী জামাল হাওলাদারের ওপর কিশোর গ্যাং-এর হামলার প্রতিবাদ ও হামলাকারীদেও গ্রেপ্তারের দাবি করেছেন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মানববন্ধনটি খুলনা-মাদারীপুর-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের মাদারীপুর শহরের চৌরাস্তা এলাকায় অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকার পাঁচ শতাধিক ব্যবসায়ী ও এলাকাবাসী। পরে দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৫ ডিসেম্বর রবিবার ড্রেজার ব্যবসার দ্বন্ধে মহিষেরচর এলাকার মুদি ব্যবসায়ী জামাল হাওলাদারকে কুপিয়ে গুরুতর যখম করে পারভেজ খাঁ, শাওন খাঁ, সাব্বির হাওলাদারসহ বেশ কয়েকজন লোক। হামলায় গুরুতর অবস্থায় জামাল হাওলাদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মানববন্ধন মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়োজিদ হাওলাদার বলেন, কিশোর গ্যাং-এর হামলার ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। কিন্ত এখনো পর্যন্ত পুলিশ মূল আসামীদের গ্রেপ্তার করতে পারেনি। মানববন্ধন স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন