মাদারীপুরে ভুয়া নার্সদের অপসারনের দাবীতে বিক্ষোভ ও মানববব্ধন

মাদারীপুরে সরকারি-বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে কর্মরত ভুয়া নার্সদের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে মাদারীপুরের সিভিল সার্জণ অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন জেলার নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে সমাবেশ করেন মিডওয়াইফ ও সচেতন সমাজ। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নার্সিং শিক্ষার্থীরা অংশ নেন। ৭২ ঘণ্টার মধ্যে ভুয়া নার্সদের অপসারণের সময়সীমা বেঁধে দেন শিক্ষার্থীরা। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।

পরে মাদারীপুরের জেলা প্রসাশক মো. মারুফুর রশিদ খান ও সিভিল সার্জণ ডা. মুনীর আহম্মেদ খানের কাছে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা। এ সময় সিভিল সার্জণ ও জেলা প্রশাসকের কাছে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।