মাদারীপুরে মানবপাচার চক্রের ‘মূলহোতা’ গ্রেপ্তার
মাদারীপুরে অভিযুক্ত মানবপাচার চক্রের মূলহোতা এমদাদ বেপারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (৫ আগস্ট) রাতে রাজধানীর কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত এমদাদ বেপারী কুমাড়খালী গ্রামের শফিজ উদ্দিনের ছেলে। ২৫ মে গফুর মাতুব্বর নামে এক ভুক্তভোগী এমদাদের বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে তাকে আটক করে র্যাব। পরে এমদাদ বেপারীকে মাদারীপুর সদর মডেল থানার নিকট হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, এমদাদ বেপারীর প্রলোভনের শিকার হয়ে অবৈধভাবে সমুদ্র পথে ইতালি যাওয়ার সময় নিখোঁজ হয় অনেক যুবক। এমদাদ ইতালিপ্রবাসী সজিব মীরার কাছে যুবকদের বিক্রি করে দেয়।
এদিকে এমদাদের গ্রেপ্তারে খবরে পেয়ে দালালদের দেওয়া টাকা ও নিখোঁজ সন্তানদের দ্রুত ফেরত পেতে থানায় অবস্থান নেন নিখোঁজ অন্তত ২০টি পরিবারের স্বজনরা। এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. সেলিম সরদার বলেন, ‘সজিব মীরা লিবিয়া থেকে এমদাদকে দীর্ঘদিন ধরে সহযোগিতা করছেন। বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন