মাদারীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাদারীপুরে র্যালি ও পথসভার মধ্যদিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে মাদারীপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধানপ্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের ডিসি ব্রিজ এলাকায় পথসভায় মাদারীপুর জেলা যুবদলের সদস্যসচিব মনিরুজ্জামান ফুকুর সভাপতিত্বে নেতারা বক্তব্য দেন জেলা বিএনপি নেতা নজরুল ইসলাম লিটু, কাদের শিকদার, মারুফ খান, মজিবুর রহমান হাওলাদার, সালাম মুন্সি, জেলা যুবদল নেতা কামাল সরদার, জেলা ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রোমান, শিবচর উপজেলা যুবদল জসিম মৃধা, রাজৈর উপজেলা যুবদল নেতা জীবন বোস প্রমুখ।
এসময়ে সভায় বক্তারা খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। সরকারের পদত্যাগ ও নিত্য পন্যের দাম কমানোর দাবিসহ আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার আহ্বান জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন