মাদারীপুরে সবজির বাজারে দামের উর্ধ্বেগতি
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে শীতের সবজির দাম নিম্নবর্তী ও মধ্যবর্তী ক্রেতাদের হাতের নাগালের বাইরে, এমনটি বলা হলে ভুল হবে না, তারাকি শুধু সবজি কিবে না অন্য কিছু কিনে খাবে।
মাদারীপুরে পুরান বাজারের সবজির বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি ৫০ টাকা কেজি, টেরস ৬০ টাকা কেজি, পটোল ৫০ টাকা কেজি, উসতা ৬০ টাকা কেজি, বাধাকপি ৫০ টাকা কেজি, মরিচ ১২০ টাকা কেজি, শিম ১২০ টাকা কেজি, আলু ২০ টাকা কেজি, পিয়াজ দেশীটা ৭০ টাকা, ইন্ডিয়ান পিয়াজ ৬০ টাকা কেজি, রসুন ৮০ টাকা কেজি, শসা ৪০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। কমের দিকে দেখা যায় ডিম যার প্রতি হালি বর্তমানে ২৮ টাকা দরে বিক্রি হচ্ছে।
এত দাম বারার কারন হিসেবে মাদারীপুর পুরান বাজারের সবজি ব্যাবসায়ী নুর জামান বলেন, বর্তমানে বাজারে সবজি দাম শীতের শুরু কারনে এত দাম, তবে পুরপুরি শীতে পড়লে সবজির চাহিদা অনুযায়ি বেশী পরিমান পাওয়া যাবে, তখন দাম কমতে শুরু করবে।
তবে চালের দাম কমতে শুরু করে এখন অনেকটায় নিম্নবর্তী ও মধ্যবর্তী ক্রেতাদের হাতের নাগালেই আছে, প্রতি কেজি বালম চাল এখন বিক্রি হচ্ছে ৫৫ টাকা, স্বর্না ৪৩ টাকা, আটাশ ৫৩ টাকা এছারও অন্যান্য চাল প্রতি কেজি ৮ থেকে ১০ টাকা কম দামে বিক্রি হচ্ছে।
এখনো মাংসের দাম তেমন কমেনি তা আগের মতোই আছে ফার্মের মুরগি ১০৫ টাকা কেজি, দেশী মুরগি ৩২০ থেকে ৩৫০, গরু ৪৫০ টাকা থেকে ৪৮০ কেজি, খাসি ৭০০ টাকা থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন