মাদারীপুরে সার্ভেয়ার মীর মোয়াজ্জেমের বিরুদ্ধে ঘুষ-অনিয়মের অভিযোগ
মাদারীপুরের রাজৈর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মীর মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ঘুষ চাওয়া, অনিয়ম, দুর্নীতি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এমন অভিযোগ তুলেছেন উপজেলার বৌলগ্রাম মুসলিমপাড়া সাউজুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমাইয়া সামসুন্নাহার।
তিনি মাদারীপুর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, প্রধান শিক্ষিকা সুমাইয়া সামসুন্নাহার ও তার স্বামী টেকেরহাট শহীদ সরদার বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রভাষক হাসিবুল হাসান গত ২৩ অক্টোবর দুপুরে জমির দাগের সূচি সংশোধনের মিস-কেস শুনানিতে অংশগ্রহণের জন্য সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যান। সেখানে গেলে সংশ্লিষ্ট অফিসের এক কর্মচারী জানান, সার্ভেয়ার রিপোর্ট করাতে টাকা লাগবে।
শিক্ষিকা সুমাইয়া বলেন, এ কথা শুনে আমরা সার্ভেয়ারের কক্ষে গেলে তিনি ২ হাজার টাকা দাবি করেন। এ সময় বলি- আপনার বিষয়টি আমরা দেখব। তাতেও তার মন গলেনি। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে সার্ভেয়ার ক্ষিপ্ত হয়ে অফিস থেকে চলে যেতে বলেন। আমি এসিল্যান্ড খাদিজা আকতারের রেফারেন্স দিলে তিনি আরোও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় এক সাংবাদিক ঘটনার প্রতিবাদ করলে তাকে হেনস্তা করে সার্ভেয়ার মোয়াজ্জেম হোসেন।
অফিস সংশ্লিষ্ট বিশ্বস্ত একটি সূত্র জানায়, ২ হাজার টাকা না দিলে সার্ভেয়ার মোয়াজ্জেম কোনো ফাইলে সই করেন না। এ ব্যাপারে সার্ভেয়ার মোয়াজ্জেম হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে। এ মুহূর্তে আমি বক্তব্য দেব না। উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা ও এসিল্যান্ড খাদিজা আকতার জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন