মাদারীপুরে সার মজুদের অভিযোগে ব্যবসায়ীকে অর্থদন্ডসহ ১৫ দিনের কারাদন্ড
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/08/new-photo-2-4-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাজারের সার ও বীজের পরিবেশক জগদীশ কুন্ডু ট্রেডার্সের মালিক সদানন্দ কুন্ডুকে সার ও বীজ অবৈধভাবে মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযোগে ৩০ হাজার টাকা অর্থদন্ডসহ ১৫ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করেছে একটি ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৯ আগস্ট) রাত ৮ টার দিকে ওই ব্যবসায়ীকে এই দন্ড প্রদান করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মো. মাঈনুদ্দিন।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট জানিয়েছেন, মাদারীপুরের মস্তফাপুর বাজারের ব্যবসায়ী ও সরকারি সার ডিলার জগদীশ কুন্ডু ট্রেডার্সের মালিক সদানন্দ কুন্ডু চলতি রোপা আমন মৌসুমে কৃত্রিম সার সংকট সৃষ্টি করে তার গুদামে অবৈধভাবে ৮’শ ২৭ বস্তা ইউরিয়া, ডিএসপি ও পটাশ সার মজুদ করে রেখেছিল।
বাজারে সার সংকট দূর করতে সোমবার রাত ৮ টার দিকে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীর গুদাম থেকে ৮’শ ২৭ বস্তা সার জব্দ করা হয়। উক্ত অবৈধ সার মজুদের অভিযোগে সদানন্দ কুন্ডুকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ (১) ধারায় ৩০ হাজার টাকা অর্থদন্ডসহ ১৫ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন