মাদারীপুরে স্কুলের ছাত্রদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ
মাদারীপুর প্রতিনিধি : ‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য-দুর্নীতি রুখবেই’ এই ¯েøাগানকে সামনে রেখে আজ বুধবার সকাল ১০টায় মাদারীপুরের আলহাজ্ব আমিন উদ্দিন হাই স্কুলের ছয় শতাধিক শিক্ষার্থীকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়েছে।
ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী সচেতন করার লক্ষে এর আয়োজন করা হয়। শিক্ষার্থীতের শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম। এ সময়ে আরোও উপস্থিত ছিলেন টিআইবির এরিয়া ম্যানেজার নাজমুল হোসেন, সনাকের সদস্য শাহাদাৎ হোসেন লিটন, আলহাজ্ব আমিন উদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আকমল পিলু ও ইয়েস গ্রæপের সদস্যরা।
শিক্ষার্থীরা বলেন, দুর্নীতিবিরোধী সচেতন হওয়ার জন্যই আমরা এ দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করেছি। এ শপথ এর মাধ্যমে অন্যদের দুর্নীতির বিরুদ্ধে সচেতন করবো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন