মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত, আহত এক
মাদারীপুর প্রতিনিধি॥ মাদারীপুরের শিবচর উপজেলার মো. আলী ওমর (৬৬) নামের একজন চিকিৎসক শিবচরের ঢাক-খুলনা মহাসড়কের হাজী শরিয়তউল্লাহ সেতুর সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হন। এ সময়ে কৃষ্ণ চন্দ্র নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
সূত্র থেকে জানাযায়, বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি উপ-সহকারী ডা. মো. আলী ওমর তার সূর্যনগর নিজের চেম্বারে প্রতিদিনের মত রোগী দেখা শেষ করে ঔষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি কৃষ্ণ চন্দ্রের মোটরসাইকেলে করে শিবচর দিক যাচ্ছিলেন, পথে হাজী শরিয়তউল্লাহ সেতুর সামনে আসলে কাঠালবড়ি ঘাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থল থেকে ওমরকে গুরুতর আহত অবস্থায় স্থানীরা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ওমরকে মৃত বলেন। এতে গুরুতর আহত কৃষ্ণকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কালেজ হাসপাতালে পাঠন হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন