মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/10/new-photo-2-1-812x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গুরুদাস মন্ডল (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ অক্টেবর) সকাল ১১ টার সময়ে সদর উপজেলায় কলাবাড়ি বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত গুরুদাস সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের হরিদাস মন্ডলের ছেলে জানিয়েছে পুলিশ।
মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, বেলা ১১ টার দিকে কলাবাড়ি বাসস্ট্যান্ডের কাছে একটি ইজিবাইকে করে মাদারীপুর সদর উপজেলার হাউসদী বাজার থেকে মাছ বিক্রি করে বাহাদুপরের বাড়িতে একটি ইজিবাইকে চড়ে ফিরছিলেন।
পরে ঢাকা-বরিশাল মহাসড়কের কলাবাড়ি বাসস্ট্যন্ডের কাছে আসলে ঘুমন্ত অবস্থায় ইজিবাইক থেকে ছিটকে নিচে পড়ে গেলে গুরুতর আঘাত পান। দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন