মাদারীপুরে ৩ লাখ ৩০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

আগামী ১ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে উপলক্ষে মাদারীপুরে মোট ১ লাখ ৭৬ হাজার ২৮৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৭৮৯ জন শিশুকে ১টি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫৪ হাজার ৪৯৯ জন শিশুকে ১টি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

সোমবার (২৭ মে) সকালে মাদারীপুর সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা সাংবাদিকদের অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান।

উক্ত প্রেসব্রিফিংয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান জানান, এ বছর জেলার ৪টি উপজেলার ইউনিয়ন ও ২টি পৌরসভার মোট ১ হাজার ৫০৪টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী মিলে মোট ৩ হাজার ৩২ জন দায়িত্ব পালন করবেন।